বরিশালে কয়েকদিন ধরে সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। গত এক সপ্তাহ ধরে স্থিতিশীল রয়েছে সবজির বাজার। তবে আগের তুলনায় কিছুটা কমেছে ব্রয়লার মুরগি ও সোনালি মুরগির দাম।
সোমবার (২৬ মে) সকালে বরিশালের একমাত্র পাইকারি সবজির আড়ত ও বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, শসা গত সপ্তাহ থেকে ১৫-২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি বরবটি ২০-২৫ টাকা, করলা ২০-২৫ টাকা, টমেটো ২০-২২ টাকা, পটল ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজিও গত সপ্তাহের দামেই বিক্রি হচ্ছে। এর মধ্যে বেগুন প্রকার ভেদে ২৫-৩০ টাকা, সজনে ৫০-৬০ টাকা, ঢেঁড়স ১০-১৫ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা, লাউ আকার ভেদে ১০-৩০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২৫ টাকা ও লেবুর হালি ২০ টাকায় বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, রসুন ৫০-৬০ কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ও গরুর মাংসের দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে ব্রয়লার মুরগি গত সপ্তাহে ১৭০-১৮০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৬০-১৭০ টাকায়। সোনালি মুরগি গত সপ্তাহে ২৮০ থেকে ৩০০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে ২৬০-২৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১১৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে রুই ৩০০-৪৫০ কেজি প্রতি টাকা, টেংরা মাছ ৫০০-৬০০ টাকা, ঘেরের তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস মাছ ১২০-১৫০ টাকা, চিংড়ি প্রকারভেদে ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা, মাঝারি ভেটকি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
জেলার সবজির পাইকারি বাজার বহুমুখী সিটি মার্কেটের দুলাল বানিজ্যালয়ের মালিক মো. শুভ জাগো নিউজকে জানান, বেশ কিছু দিন ধরে সবজির দাম সাধারণের নাগালের মধ্যে রয়েছে। প্রতি সপ্তাহে ৫-১০ টাকা কমছে-বাড়ছে। মাঝে মাঝে অপরিবর্তিত থাকছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধীকারী বলেন, প্রায় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে বাজার মনিটরিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
শাওন খান/এমএন/জিকেএস

5 months ago
65








English (US) ·