বল ছুঁড়ে মেরে শাস্তির মুখে নাহিদ রানা

7 hours ago 8
সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে যখন বাংলাদেশ দাপট দেখাচ্ছে, ঠিক তখনই দলে এলো এক অপ্রীতিকর খবর। তরুণ পেসার নাহিদ রানা শাস্তি পেয়েছেন আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে। আয়ারল্যান্ডের ব্যাটারের দিকে বল ছুঁড়ে মারায় তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে, সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের ইনিংসের ২৭তম ওভারে। বোলিং শেষে ফলোথ্রুতে থাকা অবস্থায় নাহিদ বল ছুঁড়ে দেন ব্যাটার কেড কারমাইকেলের দিকে। বলটি সরাসরি গিয়ে লাগে ব্যাটারের প্যাডে— অথচ তখন তিনি ক্রিজের ভেতরেই ছিলেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আসে অনফিল্ড আম্পায়ারদের। আইসিসির আচরণবিধির ২.৯ ধারা অনুসারে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপজ্জনক বা অনুপযুক্তভাবে কোনো খেলোয়াড়ের দিকে বল বা সরঞ্জাম নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ। এই ধারাতেই দোষী সাব্যস্ত হন নাহিদ রানা। ম্যাচ রেফারি এন্ডি পাইক্রফট তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার পর শাস্তি ঘোষণা করেন, যা বাংলাদেশি পেসার বিনা আপত্তিতে মেনে নেন। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। অভিযোগ আনেন অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাস্কি ও আহসান রাজা, তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ। লেভেল-১ লঙ্ঘনের সর্বনিম্ন শাস্তি তিরস্কার, আর সর্বোচ্চ জরিমানা হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত, সঙ্গে এক বা দুই ডিমেরিট পয়েন্ট যোগ হয়। যদিও এই প্রথমবারের মতো এমন অপরাধে ডিমেরিট পয়েন্ট পেলেন নাহিদ, তবু বিষয়টি তরুণ পেসারের শৃঙ্খলাজনিত ভাবমূর্তিতে প্রশ্ন তুলেছে।
Read Entire Article