প্রথমে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। পরে দুই পক্ষ আলোচনার মাধ্যমে সিরিজটি তিন ম্যাচের করে নেয়। অবশেষে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা হলো।
সিরিজটি শুরু হওয়ার কথা ছিল ২৫ মে থেকে। কিন্তু পাকিস্তান-ভারত সংঘাতের জেরে তা পিছিয়ে যায়। এখন পরিস্থিতি অনেকটাই শান্ত। নতুন করে পরিবর্তিত সূচি ঠিক করেছে পিসিবি।
নতুন সূচি অনুযায়ী, ২৫ মে পাকিস্তানে পা রাখবে বাংলাদেশ দল। সিরিজ শুরু হবে ২৮ মে প্রথম টি-টোয়েন্টি দিয়ে। এরপর ৩০ মে এবং ১ জুন সিরিজের বাকি দুটি ম্যাচ। সবকটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
এক নজরে সিরিজের সূচি
২৮ মে: প্রথম টি-টোয়েন্টি
৩০ মে: দ্বিতীয় টি-টোয়েন্টি
১ জুন: তৃতীয় টি-টোয়েন্টি
*তিনটি ম্যাচই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।
এমএমআর/জিকেএস

5 months ago
13









English (US) ·