বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে শফিক তুহিনের গান ‘মানবতার জয় হোক’

14 hours ago 3

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী শফিক তুহিন এবার গান করেছেন দেশের গর্ব বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে। ‘মানবতার জয় হোক’ শিরোনামের এই গানটি প্রকাশ পেয়েছে গত ৩১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে।

গানটির কথা লিখেছেন শফিক তুহিন নিজেই, সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রত্যয় খান। ভিডিওটি নির্মাণ করেছেন কীশোর নীল।

গানটি নিয়ে শফিক তুহিন বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী আমাদের আস্থা, ভরসা ও গর্বের জায়গা। দেশের সংকটকালীন মুহূর্তে তারা মানবতার হাত বাড়িয়ে দেন, মানুষের পাশে দাঁড়ান। দেশের কল্যাণে তাদের ভূমিকা অনস্বীকার্য। তাই সেনাবাহিনীকে নিয়ে গান করার সুযোগ পেয়ে আমি সত্যিই আনন্দিত।’

তিনি আরও বলেন, ‘গানটি প্রকাশের পর থেকে দারুণ সাড়া পাচ্ছি। ভিন্ন আঙ্গিকে তৈরি এই গানটি শ্রোতাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। গানটি তৈরিতে যারা সহযোগিতা করেছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

দেশপ্রেম ও মানবতার বার্তা নিয়ে তৈরি ‘মানবতার জয় হোক’ গানটি ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়াচ্ছে।

Read Entire Article