বাংলাদেশিদের বিড়ি-সিগারেট নিয়ে মালদ্বীপে না যাওয়ার নির্দেশ

5 months ago 14

দক্ষিণ এশিয়ার ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত রাষ্ট্র মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট কিংবা ধূমপান সংক্রান্ত দ্রব্য সঙ্গে না নেওয়ার জন্য প্রবাসীদের বিশেষভাবে সতর্ক করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন।

রোববার (১৮ মে) মালের বাংলাদেশ হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, মালদ্বীপে বিড়ি, সিগারেট বা অন্য ধূমপান সংক্রান্ত দ্রব্যের ওপর বিভিন্ন ধরনের বিধি-নিষেধ রয়েছে। এ কারণে মালদ্বীপে আসার সময় বিড়ি, সিগারেট বা অন্য কোনো প্রকার অবৈধ দ্রব্য সামগ্রী সঙ্গে না আনার জন্য বিশেষভাবে সতর্ক করা হলো।

আরও বলা হয়, বিষয়টি মেনে না চললে আপনাকে মালদ্বীপে জেল বা বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে। সবাইকে এ বিষয়ে সাবধানতা অবলম্বনের জন্য অনুরোধ করা যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এমআরএম/জেআইএম

Read Entire Article