বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। বৃহস্পতিবার (৮ মে) গাইবান্ধায় এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
আব্দুল ওহাব মিনার বলেন, আওয়ামী লীগের কোনো লজ্জা নেই, তাদের মরে যাওয়া উচিত। দেশের জনগণ ৫ আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে।
তিনি আরও বলেন, দেশকে ভালোবাসতে হবে, বুকে ধারণ করতে হবে। সবক্ষেত্রে চেঞ্জ আনতে হবে। মানুষের ব্যবহার পরিবর্তন না হলে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব হবে না।
এসময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা আহ্বায়ক মো. খায়রুল আলম, রংপুর বিভাগের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসেত মারজান, সদর উপজেলা কমিটির সদস্য সচিব রাঙা মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক তাজুল ইসলামসহ অনেকেই।
এ এইচ শামীম/জেডএইচ/জেআইএম

5 months ago
40









English (US) ·