চট্টগ্রামের বাকলিয়ায় ডাবল মার্ডার কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া ও মামলার প্রধান আসামি মো. মেহেদী হাসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ মে) চট্টগ্রাম মহানগর হাকিম ইব্রাহিম খলিলের আদালত এ রিমান্ড আদেশ দেন। মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য মামলার তদন্ত কর্মকর্তার ১০ দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মেহেদী হাসান নগরীর বায়েজিদ থানার পশ্চিম শহীদ নগর সুবাহান কন্ট্রাক্টর বাড়ির মো. আলমের ছেলে। গত ২ মে দিনগত রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, বাকলিয়ায় ডাবল মার্ডার মামলায় গ্রেফতার হওয়া প্রধান আসামি মেহেদী হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত আসামির উপস্থিতিতে শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ দিনগত রাত দুইটার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে এলোপাতাড়ি গুলি করে মো. আব্দুল্লাহ আল রিফাত ও মো. বখতিয়ার হোসেন ওরফে মানিক নামে দুজনকে হত্যা করা হয়। এ ঘটনায় ১ এপ্রিল নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনকে এজাহারনামীয় আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এমডিআইএইচ/এমএএইচ/জেআইএম

5 months ago
38









English (US) ·