শহরের সব বাথরুমেই এখন শাওয়ার বা ঝর্ণা থাকে। তবে নিয়মিত ব্যবহারের ফলে তাতে পানি ও ময়লার আস্তরণ জমে যেতে পারে। অনেকেই মনে করেন, শাওয়ার নিয়মিত পরিষ্কার করার প্রয়োজন নেই-মাঝেমধ্যে একবার করলেই যথেষ্ট। কিন্তু এটি ভুল ধারণা।
নিয়মিত পরিষ্কার না করলে শাওয়ারে মরিচা ধরে, ছিদ্রগুলো বন্ধ হয়ে যেতে পারে এবং পানি পড়ার গতি ধীরে ধীরে কমে যায়। ফলে শাওয়ারের কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।
চলুন জেনে নেওয়া যাক শাওয়ার পরিষ্কারের সহজ কৌশল-
১. শাওয়ার পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নিয়মিত ব্যবহার করলে তাতে পানি ও ময়লার আস্তরণ জমে যায়। সপ্তাহে একবার ওয়াইপস বা সাবান পানিতে ভেজানো কাপড় দিয়ে হালকা করে শাওয়ার হেড পরিষ্কার করা যেতে পারে। যদি ছিদ্রমুখ বন্ধ হয়ে যায়, তাহলে সেফটিপিন দিয়ে সাবধানে পরিষ্কার করতে পারেন।

২. শাওয়ারের মরচে দূর করতে লেবু ও লবণ ব্যবহার করা যেতে পারে। একটি লেবুর রস নিন এবং এক চামচ লবণের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি মরচে পড়া অংশে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন এবং পানি দিয়ে ধুয়ে ফেলুন। যদি শাওয়ার হেড খুলতে না চান, তবে একটি প্লাস্টিক ব্যাগে লেবু-লবণের মিশ্রণ ঢেলে হেডে বেঁধে ৩০ মিনিট রাখুন, তারপর ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন।
৩. শাওয়ার পরিষ্কার করার জন্য সাদা ভিনেগার এবং বেকিং সোডা ব্যবহার করে এটি নতুনের মতো চকচকে করা সম্ভব। এক কাপ ভিনেগারে দুই টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে শাওয়ার হেড ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে ঘষে মরিচা তুলে ফেলুন এবং পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আবার সঠিক স্থানে বসিয়ে দিন। ভিনেগার ব্যবহারের পর সবসময় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিলে শাওয়ারের চকচকে ভাব ফিরে আসে।
৪. শাওয়ার স্টিলের হয়ে থাকে। তাই দীর্ঘদিন ব্যবহারে এখানে একধরনের লালচে দাগ পড়ে, যেখান থেকে মরিচা ধরতে পারে। এই দাগ দূর করার জন্য বাজারে তরল ক্লিনার পাওয়া যায়। একটি ব্রাশের গায়ে এই তরল লাগিয়ে মিনিট দুই পর ঘষে নিলেই হয়ে যাবে।
সূত্র: দ্য সান, বেটার হোমস অ্যান্ড গার্ডেনস
আরও পড়ুন
অফিসে যাওয়ার আগে ঝটপট রান্নার সহজ কৌশল
দেয়ালের দাগছোপ দূর করার সহজ উপায়
এসএকেওয়াই/জেআইএম

3 hours ago
3








English (US) ·