বাবা হতে চলেছেন বাহুবলি খ্যাত রানা দাগ্গুবতি

9 hours ago 3
দীর্ঘদিন খলনায়কের তকমা গায়ে নিয়ে পর্দা কাঁপালেও এবার জীবনের সবচেয়ে স্নিগ্ধ অধ্যায়ে পা রাখছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় খল অভিনেতা রানা দাগ্গুবতি। ‘বাহুবলি’র নির্মম বল্লালদেব বাস্তবে এবার হয়ে উঠছেন জীবনের পরম নায়ক। স্ত্রী মিহিকা বাজাজের কোলজুড়ে আসছে তাদের প্রথম সন্তান। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রানা দাগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে দাগ্গুবতি পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে। আনন্দিত রানা দাগ্গুবতির বাবা প্রযোজক সুরেশ বাবু। ২০২২ সালের শুরুতে গুঞ্জন চাউর হয়, বাবা হতে যাচ্ছেন রানা দাগ্গুবতি। এ নিয়ে জোর চর্চা হলেও বিষয়টি নিয়ে কিছু বলেননি রানা-মিহিকা দম্পতি। তারপর একই বছরের অক্টোবরে ফের মিহিকার মা হওয়ার গুঞ্জন চাউর হয়। পরে এই গুঞ্জন উড়িয়ে দেন রানার স্ত্রী মিহিকা বাজাজ। তবে এবার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ-ই কোনো বক্তব্য দেননি।  ২০২০ সালের ১২ মে প্রথম মিহিকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেন রানা দাগ্গুবতি। এর কয়েকদিন পর তাদের রোকা অনুষ্ঠান হয় ও বাগদান সারেন তারা। একই বছরের ৮ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। রানার স্ত্রী মিহিকা পেশায় ইভেন্ট প্ল্যানার। ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার।  
Read Entire Article