বাড়ি ফেরার পথে যুবককে গুলি করে হত্যা

2 hours ago 5

চাঁদপুরের ফরিদগঞ্জে রুহুল আমিন নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার রুস্তমপুর সংলগ্ন সমিতির পোলের গোড়ার কাছে এ ঘটনা ঘটে। 

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বড়ালি এলাকার হোসেন আহমেদের ছেলে। তিনি বেঙ্গল কোম্পানির বিক্রয় প্রতিনিধি ছিলেন।

স্থানীয়রা জানান, রাত সোয়া ১০টার দিকে রুহুল আমিন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে রুস্তমপুর এলাকার সমিতির পোলের কাছে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের ধারণা, তিনি ডাকাত দলের হামলার শিকার হয়েছেন। 

চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শাহ্ আলম বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। আমরা লাশের পরিচয় শনাক্ত করেছি।

Read Entire Article