অনেকেই স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন। মাঝে মাঝে স্বাদ বদলের জন্য বাড়িতেও স্ট্রিট ফুডের নানা পদ বানিয়ে খেয়ে থাকেন। স্ট্রিট ফুডের মধ্যে কলকাতার কাঠি রোলের জুড়ি মেলা ভার। পরোটার মধ্যে ডিম, চিকেন দিয়ে বানানো রোলটি সত্যিই যেন স্বাদে অনন্য। কাঠি রোল এতোই জনপ্রিয় যে, টেস্ট অ্যাটলাসের র্যাপ খাবারের র্যাঙ্কে ষষ্ঠ স্থান অর্জন করেছে। চাইলে আপনি বাড়িতেই সহজভাবে এটি বানিয়ে নিতে পারেন এবং স্ট্রিট ফুডের স্বাদ উপভোগ করতে পারেন।
আসুন জেনে নেওযা যাক কলকাতার কাঠি রোল বানাবেন যেভাবে-
উপকরণ
১. ময়দা ১ কাপ
২. বোনলেস চিকেন ২ কাপ
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. টকদই ২ টেবিল চামচ
৫. আদা-রসুন বাটা ১ চা চামচ
৬. মরিচ গুঁড়া ১ চা চামচ
৭. জিরা গুঁড়া ১চা চামচ
৮. ধনিয়া গুঁড়া ১চা চামচ
৯. গরম মসলা গুঁড়া
১০. চিনি আধা চা চামচ
১১. সরিষার তেল ১ টেবিল চামচ
১২. ঘি ১ টেবিল চামচ
১৩. সবুজ ক্যাপসিকাম ১টি
১৪. টমেটো সস
১৫. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
১৬. ডিম ২ টি
১৭. তেল পরিমাণ মতো
১৮. লবণ স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালি
প্রথমে চিকেন টুকরা করে ধুয়ে নিন। একটি পাত্রে চিকেনের টুকরা নিয়ে এতে আদা-রসুন বাটা, টকদই, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, গোলমরিচ গুঁড়া, লবণ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে প্রায় ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
অন্যদিকে ময়দায় লবণ, চিনি ও ঘি দিয়ে শুকনোভাবে মাখিয়ে ঝুরঝুরে করে নিন। এরপর ধীরে ধীরে পানি দিয়ে ময়দা ভালোভাবে মেখে ডো তৈরি করুন এবং ৩০ মিনিট ঢেকে রাখুন।
একটি প্যানে সামান্য তেল গরম করে কুচি করা পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা ভেজে উঠিয়ে নিন। এরপর মেরিনেট করা চিকেন দিয়ে ভালোভাবে ভেজে নিন। আলাদা করে ডিম ফেটিয়ে ভেজে নিন। সব ভাজা হলে পাশে রেখে দিন।
য়দার ডো থেকে লেচি কেটে হালকা হাতে গোল করে পরোটার মতো বেলুন। ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে পরোটা ভেজে নিন। ভাজা পরোটার উপর ডিম দিন, তার উপর চিকেন পুর, পেঁয়াজ কুচি ও টমেটো সস দিয়ে রোল আকারে মুড়িয়ে নিন। শেষে রোলটিকে অল্প তেলে বাদামি করে ভেজে নিন। নামিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করুন।
আরও পড়ুন
রাইস পাকোড়ার সহজ রেসিপি
স্বাস্থ্যকর মিষ্টি আলুর টিক্কি বানাবেন যেভাবে
এসএকেওয়াই/এএসএম

16 hours ago
5









English (US) ·