বিইউএফটিতে পাবলিক স্পিকিং প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

5 days ago 13
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) অনুষ্ঠিত হলো ‘ইন্ট্রা বিইউএফটি পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫ : কে হবেন মাইকের মালিক’-এর গ্র্যান্ড ফাইনাল।  সোমবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এই প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির আয়োজন করে বিইউএফটির ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। এ ছাড়া বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল ২৪-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার ও প্রশিক্ষক মুহাম্মদ ইমতিয়াজ, ডিজিটাল ক্রিয়েটর ও লেখক সাদমান সাদিক এবং কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়। এবারের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ফ্যাশন স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফিরদাউস মিম। প্রথম রানারআপ হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী তামিমা বিনতে ইসলাম, আর দ্বিতীয় রানারআপ হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. আহসান হাবিব বাবু। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আত্মপ্রকাশ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Read Entire Article