‌‌বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে : এনামুল হক

5 hours ago 8

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে। শিক্ষাখাত যে কোনো রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। কারণ শিক্ষার মাধ্যমেই জাতির প্রকৃতি উন্নতি নিশ্চিত হয়। 

তিনি বলেন, জ্ঞান-বিজ্ঞান প্রসারের এই যুগে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য ও মেধাবী হিসেবে গড়ে তুলতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষাখাতে বাজেটের সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করবে।

বুধবার (৫ নভেম্বর) দুপুরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী বলেন, অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসীকে আর পিছিয়ে রাখার সুযোগ নেই। বিএনপি ক্ষমতায় গেলে ও আমি নির্বাচিত হলে এই জনপদের শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেব। দল আমাকে এই আসনের জন্য প্রার্থী মনোনয়ন করলেও আমি আমার দলের সহযোদ্ধা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব।

বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জোনায়েদ কবীরের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (আইসিটি) আব্দুল হামিদ ও সিনিয়র শিক্ষক (বাংলা) নাসরিন আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন।

Read Entire Article