বিএনপি জনগণের দল : বাবুল

3 hours ago 5

কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা-চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল বলেছেন, বিএনপি জনগণের দল, এ দল কখনও মাঠ ছাড়ে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি আজও জনগণের অধিকার প্রতিষ্ঠায় লড়ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ফরিদপুরের সদরপুর উপজেলার পশ্চিম শ্যামপুর গ্রামে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শহিদুল ইসলাম বাবুল বলেন, যতই বাধা আসুক, আন্দোলন অব্যাহত থাকবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি শেষ পর্যন্ত রাজপথে থাকবে। বিএনপি কোনোদিন পালাবে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল-জুলুম, নির্যাতন-নিপীড়নের পরও দেশ ছেড়ে কোথাও যাননি। 

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা তার দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের নিয়ে পালিয়ে গেছে। তিনি বিদেশে বসে আরাম-আয়েশে দিন কাটাচ্ছেন, আর দেশে তার রেখে যাওয়া কিছু সাধারণ নেতাকর্মীদের ‘লকডাউন’ করার নির্দেশ দিচ্ছেন।

আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশ্যে করে বাবুল বলেন, যে নেতারা দেশের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে বিদেশে বসে আছে। আপনারা তাদের কিছু টাকার লোভে লকডাউন করতে চান, অথচ সেই নেতাদের পরিবারের কেউ তো রাস্তায় নেই। তাই আপনাদের বলি ওই দুর্নীতিবাজ নেতাদের কথায় দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করবেন না।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ নেতাকর্মীরা।

Read Entire Article