বিদেশে একমাত্র সামরিক ঘাঁটি থেকে সৈন্য প্রত্যাহার ভারতের

14 hours ago 5

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে অবস্থিত ভারতের একমাত্র বিদেশি পূর্ণাঙ্গ বিমানঘাঁটি থেকে নিজেদের সৈন্য ও সামরিক সরঞ্জাম নীরবে প্রত্যাহার করেছে নয়াদিল্লি। আয়নি বিমানঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে প্রায় দুই দশক ধরে ওই অঞ্চলে ভারতের সামরিক উপস্থিতির অবসান ঘটেছে।

রোববার (০৯ নভেম্বর) ভারতীয় দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 

সোভিয়েত আমলে তাজিকিস্তানের রাজধানী দুশানবের কাছাকাছি নির্মিত আয়নি বিমানঘাঁটিটি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর অচল হয়ে পড়ে। পরে ২০০২ সালে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারত ঘাঁটিটি সংস্কারের উদ্যোগ নেয় এবং ৮ কোটি ডলার বিনিয়োগ করে ঘাঁটিটি আধুনিক করে গড়ে তোলে।

এই ঘাঁটি থেকে ভারত সহজেই চীন, পাকিস্তান, আফগানিস্তান ও রাশিয়ার ওপর নজরদারি চালাতে পারত। কিন্তু সেই সুযোগটি এবার কেড়ে নিয়েছে চীন ও রাশিয়া। দুই পরাশক্তিধর দেশের চাপে পড়ে এই ঘাঁটি থেকে গোপনে ভারত তাদের সেনাবাহিনী সরিয়ে নিয়েছে। 

সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, তাজিকিস্তানের সঙ্গে সীমিত দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে আয়নি ঘাঁটিটি পরিচালনা করে আসছিল ভারত। কিন্তু এই চুক্তির মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার পর ভারত আনুষ্ঠানিকভাবে ঘাঁটিটি তাজিক সরকারের কাছে হস্তান্তর করে।

তবে কূটনৈতিক সূত্রগুলো সরকারি দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে জানায়, রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান চাপের মধ্যে পড়ে ভারতের সঙ্গে নতুন করে চুক্তিতে রাজি হয়নি তাজিকিস্তান। এরপরই ভারত ধীরে ধীরে নিজেদের কর্মী ও সরঞ্জাম সরিয়ে নেয় এবং পুরো প্রক্রিয়াটি অত্যন্ত নীরবে সম্পন্ন হয়। 
 

Read Entire Article