বিপিএলের ১২তম আসরে যে নামে খেলবে রাজশাহী
পাঁচ দল নিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগামী ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এরই মধ্যে টুর্নামেন্ট ঘিরে প্রস্তুতি শুরু করেছে বিসিবি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর পাঁচ ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করে বিসিবি। রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।
আসন্ন বিপিএলে এবারই প্রথমবারের মতো খেলতে যাচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রাথমিক যাচাইবাছাইয়ের পর আর্থিক স্বচ্ছতা এবং কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ শেষে আগামী পাঁচ মৌসুমের জন্য রাজশাহীর মালিকানা পেয়েছে নাবিল গ্রুপ। বিপিএলের ১২তম আসরে রাজশাহী স্টারস নামে খেলার কথা থাকলেও জানা গেছে রাজশাহী ওয়ারিয়র্স নামে খেলবে ফ্র্যাঞ্চাইজিটি।
ইতোমধ্যেই, নিজেদের প্রধান কোচের নাম চূড়ান্ত করেছে রাজশাহী। দায়িত্ব দেওয়া হয়েছে হান্নান সরকারকে। বর্তমানে বিসিবির অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে কাজ করছেন তিনি।
কোচের পাশাপাশি জাতীয় দলের তারকা ক্রিকেটারকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে দলে ভিড়িয়েছে রাজশাহী। বাংলাদেশের জার্সিতে এখন অবধি ৪২ টি-টোয়েন্টিতে ১২৮ স্ট্রাইকরেটে করেছেন ১০৫৬ রান। বিপিএলে তামিমের স্ট্রাইকরেট আরও ভালো। ৩ দলের হয়ে এখন পর্যন্ত ২৬ ইনিংসে ১৩৭ স্ট্রাইকরেটে রান করেছেন ৮৮০।

2 hours ago
2









English (US) ·