বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে

23 hours ago 11

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ। তিনি বিএনপি-জামায়াত জোট সরকারে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে তাকে ফেরত পাঠানো হয়।

ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা জানান, বিদেশ গমনে নিষেধাজ্ঞা থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

তবে, সংবাদমাধ্যমে মিলন বলেন, আমি ভুল করে আমার পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে আমার ‘মিলন’ নামটি লেখা নেই। পাসপোর্টজনিত ভুলের কারণেই ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।

১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসন (কচুয়া উপজেলা) থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। এরপর ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করে তিনি পুনরায় এমপি নির্বাচিত হন, তারপর শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।

Read Entire Article