বিমানবাহিনীর সাবেক প্রধানের ফ্ল্যাট জব্দ, হিসাব ফ্রিজ
ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নানের কেনা রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে থাকা ৯৫ লাখ টাকা মূল্যের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ নভেম্বর) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০টি হিসাবে অভিযুক্তের নামে থাকা ৪০ লাখ ৫৬ হাজার ৪৮৩ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
এদিন এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান।
আবেদনে বলা হয়, আসামি শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে দায়ের মামলার তদন্তকালে রেকর্ডপত্র ও জব্দ আলামত পর্যালোচনায় দেখা যায় যে, শেখ আব্দুল হান্নান বিভিন্ন সময় অবৈধভাবে অর্জিত সম্পদ গোপন করার উদ্দেশ্যে তার শুভাকাঙ্ক্ষী সানজিদা আক্তারের নামে ক্রয় করেছেন।
তদন্তকালে জানা যায়, শেখ আব্দুল হান্নান তার ঘনিষ্ঠ সানজিদা আক্তারের নামে ঢাকা মহানগরীর খিলক্ষেতে দুটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া, বিভিন্ন ব্যাংকে তার নামে প্রায় ৪৫ লাখ টাকার এফডিআর সংরক্ষিত আছে এবং তল্লাশিকালে তার বাসা থেকে প্রায় ২৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়, যা তার জ্ঞাত আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মর্মে প্রতীয়মান হয়। মামলার বিচার শেষ হওয়ার আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর রোধে এগুলো জব্দ ও অবরুদ্ধের আদেশ দেওয়া প্রয়োজন।

2 hours ago
4









English (US) ·