বিলকিস নাহার মিতুর ছড়া: হেমন্তের রূপ

1 week ago 10

হেমন্তকাল রূপ দেখালো
শিশির ভেজা ঘাসে,
পাকা ধানের মিষ্টি গন্ধ
হাওয়ায় হাওয়ায় ভাসে।

হলুদ আভায় ভরে ওঠে
ফুল ফসলি সব,
কিচিরমিচির শব্দে পাখি
করছে কলরব।

কৃষকেরা অপেক্ষাতে
কাটবে পাকা ধান,
নতুন ধানের নবান্নতে
ভরবে সবার প্রাণ।

এসইউ/জিকেএস

Read Entire Article