বিশ্বকাপের ফাইনাল আজ, খেলা দেখবেন যেভাবে

15 hours ago 7
নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়েছিলেন লরা উলভার্টেরা। আর দ্বিতীয় সেমিফাইনালে হট ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। রোববার (০২ নভেম্বর) বাংলাদেশ সময় বিকালে ৩টা ৩০ মিনিটে শুরু হবে ফাইনাল ম্যাচটি।  ভারত ও দক্ষিণ আফ্রিকা নারী দল আগে কোনো দিন নারীদের ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। ফাইনালে ভারতের শক্তির জায়গা তাদের ব্যাটিং। ২০০৫ ও ২০১৭ সালে নারী বিশ্বকাপের ফাইনাল খেললেও দুবারই স্বপ্নভঙ্গ হয় তাদের। আট বছর পর ভারত আবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়াকে হারিয়ে। এবার আর শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।  ভারত অধিনায়ক বলেন, ‘আমরা জানি ফাইনালে হারতে ঠিক কী রকম লাগে। এবার চাই জয়ের অনুভূতির স্বাদ নিতে। আশা করি, দিনটা আমাদের কাছে বিশেষ একটা দিন হতে চলেছে। অনেক পরিশ্রম করেছি আমরা। যতবার আমরা মাঠে নেমে খেলা উপভোগ করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি, ততবারই ইতিবাচক ফল হয়েছে। আমি নিশ্চিত গোটা দেশও আমাদের নিয়ে গর্বিত। তার মান তো রাখতেই হবে।’ ভারত-দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১। এ ছাড়া অনলাইনেও ম্যাচটি দেখার সুযোগ রয়েছে। টফি লাইভে সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে ক্রীড়াপ্রেমীরা মোবাইলেই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি উপভোগ করতে হবে। 
Read Entire Article