বিসিবিতে জমা পড়ল ৯০০ পৃষ্ঠার বিপিএল দুর্নীতির তদন্ত প্রতিবেদন
                    
            
            বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিপিএল ২০২৪–২৫ মৌসুম (একাদশ আসর) ঘিরে গঠিত স্বাধীন তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করেছে। প্রায় ৯০০ পৃষ্ঠার এই প্রতিবেদনটি বিপিএলে সম্ভাব্য দুর্নীতির ঘটনা, পরিচালনাগত ঘাটতি এবং সংস্কারের রোডম্যাপ নিয়ে তৈরি।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তদন্ত কমিটির কাজ ছিল সম্পূর্ণ স্বাধীন ও প্রমাণনির্ভর। বোর্ড তাদের এই প্রয়াসের জন্য কমিটির সম্মানিত সদস্যদের ধন্যবাদ জানিয়েছে।
প্রতিবেদনটিতে দুর্নীতি প্রতিরোধে নতুন আইনগত প্রস্তাব, প্রাতিষ্ঠানিক কাঠামো সংস্কার, ফ্র্যাঞ্চাইজিগুলোর সুশাসন নিশ্চিতে নির্দেশনা, খেলোয়াড় সুরক্ষা, ঝুঁকি পর্যবেক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং জনসংযোগ কাঠামো শক্তিশালীকরণসহ বিস্তারিত সুপারিশ করা হয়েছে।
বিসিবি জানিয়েছে, চলমান ও সম্ভাব্য আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এখনই কোনো অভিযোগ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না। বোর্ড যথাযথ প্রক্রিয়ার অংশ হিসেবে তদন্ত কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করবে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক অংশীদারদের (যেমন আইসিসি অ্যান্টি-করাপশন ইউনিট) সঙ্গে সমন্বয় করবে।
একইসঙ্গে বিসিবি নতুন একটি স্বাধীন সংস্থা ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইন্টেগ্রিটি ইউনিট (BCBIU)’ গঠনের ঘোষণা দিয়েছে, যা একজন স্বাধীন চেয়ারম্যানের নেতৃত্বে কাজ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “বিসিবি স্বচ্ছতা, নিয়মভিত্তিক সংস্কার এবং খেলোয়াড়, কর্মকর্তা ও ভক্তদের সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ।”
সময়োপযোগী আপডেট পরবর্তীতে বিসিবির আধিকারিক চ্যানেলগুলোর মাধ্যমে জানানো হবে।                    
                    
        
        
 2 days ago
                        11
                        2 days ago
                        11
                    








 English (US)  ·
                        English (US)  ·