বিয়ে আমি বিজয়কেই করব: রাশমিকা মান্দানা

2 hours ago 4
দক্ষিণ ভারতের সবচেয়ে জনপ্রিয় অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটিগুলোর মধ্যে অন্যতম রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা আবারও খবরের শিরোনামে। তাদের সম্পর্ক নিয়ে জল্পনা এবার নতুন মাত্রায় পৌঁছেছে, কারণ শোনা যাচ্ছে—চলতি বছরের অক্টোবরে গোপনে তাদের বাগদান সম্পন্ন হয়েছে। ভক্তরা ইতিমধ্যেই তাদের বাস্তব জীবনের রসায়নে মুগ্ধ, অনেকেই আবার এই জুটিকে বলছেন “লিও কাপল”। বর্তমানে নিজের নতুন ছবি 'দ্য গার্লফ্রেন্ড' প্রচারে ব্যস্ত রাশমিকা। সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’-এ এক আলোচনায় নিজের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই সুন্দরী। অনুষ্ঠানে “ডেট, ম্যারি অর কিল” নামের এক মজার খেলায় অংশ নিয়ে তিনি এমন এক প্রশ্নের উত্তর দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।  ডেট এবং বিয়ে কাকে করবেন এমন প্রশ্নের উত্তরে রাশমিকা হেঁসে বলেন, ‘আমি সম্ভবত নারুতোকে ডেট করব। দুঃখিত, সে কোনো সিনেমার নয়, কিন্তু আমি ছোটবেলা থেকে নারুতো চরিত্রটার প্রতি পাগল। আর বিয়ে? আমি বিজয়কেই বিয়ে করব। তার এই উত্তর শুনে দর্শক উল্লাসে ফেটে পড়েন, আর সোশ্যাল মিডিয়া মুহূর্তেই সরব হয়ে ওঠে তাদের ‘রিয়েল লাইফ রোমান্স’ নিয়ে। একই আলোচনায় রাশমিকা নিজের দীর্ঘদিনের এনিমে ভালোবাসার কথাও জানান। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি নারুতো: শিপুডেন দেখেন এবং পুরো ৬০০ পর্বই শেষ করেছেন।  তিনি বলেন, ‘আমি শুধু এনিমে দেখি। ওটাই আমার কমফোর্ট জোন’। তার প্রিয় এনিমে সিরিজের তালিকায় রয়েছে ডেমন স্লেয়ার, জুজুৎসু কাইসেন, উইন্ড ব্রেকার, ও দ্য অ্যাপোথেকেরি ডায়েরিজ। এদিকে রাশমিকা ও বিজয়ের প্রথম দেখা হয় ‘গীতা গোবিন্দম’ ছবির সেটে। পরে তারা আবার একসঙ্গে কাজ করেন ‘ডিয়ার কমরেড’–এ। সেখান থেকেই শুরু হয় তাদের রসায়নের গল্প, যা পর্দার বাইরে ছড়িয়ে পড়ে বাস্তবেও। চলতি বছরের অক্টোবর মাসে সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে, এই তারকা জুটি নাকি ব্যক্তিগতভাবে বাগদান সারিয়েছেন, যা পরে বিজয়ের টিমও নিশ্চিত করে। এরপর থেকেই রাশমিকার হাতে দেখা যাচ্ছে এক সুন্দর এনগেজমেন্ট রিং।  সূত্রের দাবি, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাজকীয় আয়োজনে বিয়ে করার পরিকল্পনা করছেন তারা, যেখানে উদয়পুর অনুষ্ঠানের সম্ভাব্য স্থান। প্রেম সম্পর্কে নিজের ধারণা নিয়ে রাশমিকা বলেন, ‘আমার পছন্দ এমন কেউ, যে জীবনকে গভীরভাবে বোঝে এবং সব পরিস্থিতিতে আমার পাশে থাকে। যে সত্যিই দয়ালু এবং আমার সঙ্গে কিংবা আমার জন্য যুদ্ধ করবে। তার জন্য আমি যেকোনো দিন গুলি খেতে রাজি।‘ তার এই আন্তরিক মন্তব্য আরও একবার প্রমাণ করে বিজয়ের সঙ্গে তার গভীর সম্পর্ক। তবে বিয়ের আলোচনার মাঝেও রাশমিকা মনোযোগ রাখছেন কাজের প্রতি। নিজের নতুন ছবি দ্য গার্লফ্রেন্ড নিয়ে তিনি বলেন, ‘এই ছবিটা একরকম উষ্ণ আলিঙ্গনের মতো। এটা এমন এক গল্প, যা জীবনের কোনো না কোনো সময়ে সবাই অনুভব করবে।‘ তিনি আরও ইঙ্গিত দেন, খুব শিগগিরই ভক্তরা তাকে আবার পুষ্পা ৩-এ ‘শ্রীভল্লী’ চরিত্রে দেখতে পাবেন, এমনকি হয়তো অ্যানিমাল ২–তেও দেখা যেতে পারে তাকে।
Read Entire Article