বিয়ের দাবিতে ১১ দিন ধরে যুবকের বাড়িতে প্রেমিকা, উধাও প্রেমিক

3 hours ago 4
রংপুরের পীরগাছায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ১১ দিন ধরে অবস্থান করছেন এক প্রেমিকা। বিয়ের কথা বলে প্রেমিকাকে বাড়িতে ডেকে নিয়ে আলিফ নিজে সটকে পড়েছেন। ঘটনাটি উপজেলার ইটাকুমারি ইউনিয়নের একটি গ্রামের। জানা যায়, স্থানীয় একটি কলেজে অধ্যয়নরত ওই প্রেমিকার সঙ্গে একই ইউনিয়নের আলিফ নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দুই বছর ধরে চলা সেই সম্পর্কের জেরে গত ২১ অক্টোবর ওই আলিফ তার প্রেমিকাকে কলেজ থেকে বিয়ে করার কথা বলে বাড়িতে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে প্রেমিকের বাবা-মা ছেলেকে বকাঝকা করে কৌশলে বাড়ির বাইরে পাঠিয়ে দেন।  এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যসহ কয়েকজন সালিশ বসালেও বিষয়টি সমাধান হয়নি। প্রেমিকার অভিযোগ, আলিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে। সে গোপনে ভিডিও ধারণ করে রেখেছে এবং হুমকি দিচ্ছে— আমি যদি তাদের বাড়ি থেকে না যাই, তবে ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবে। এদিকে মেয়ের বাবা আলিফসহ চারজনকে অভিযুক্ত করে পীরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পেয়ে এসআই শফিকুল ইসলাম ও এসআই শাহআলম ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা জানান, ওসির নির্দেশনা ছাড়া তারা ওই তরুণীকে উদ্ধার করতে পারবেন না। পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়ার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি।
Read Entire Article