ভারতীয় সামরিক বাহিনীর পাকিস্তান ভূ-খণ্ডে আকাশপথে হামলার ঘটনাকে ‘অনভিপ্রেত’ এবং ‘অপ্রত্যাশিত’ আখ্যা দিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।
তিনি বলেন, বর্তমান বিশ্ব বাস্তবতায় যুদ্ধ বা সংঘাত মোটেই কাম্য নয়। আমরা সবাই মানবিক এবং শান্তির বিশ্ব গড়তে চাই। আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক শান্তি রক্ষায় পাক-ভারত যুদ্ধ কাম্য নয়।
বুধবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।
ববি হাজ্জাজ বলেন, আমরা বিশ্বাস করি, যে কোনো সন্ত্রাসী আক্রমণ এবং সন্ত্রাসবাদ মোকাবিলা করার পূর্ণ অধিকার ভারতসহ বিশ্বের সব দেশ সংরক্ষণ করে। তবে মঙ্গলবার রাতে ভারতীয় বিমানবাহিনী কর্তৃক পাকিস্তান ভূ-খণ্ডে হামলার ঘটনা একইসঙ্গে অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত। উত্তেজনা সৃষ্টি করে এমন যেকোন পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট করবে এবং সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলবে।
এনডিএম চেয়ারম্যান বলেন, আমরা বিশ্বাস করি, আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান নিজেদের মধ্যকার সমস্যার সমাধান করবে। দুই দেশের সাধারণ মানুষ কোন উত্তপ্ত পরিস্থিতি দেখতে চায় না। প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জনগণও মানবতা এবং শান্তির পক্ষে সবসময় তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছে।
ববি হাজ্জাজ বলেন, যুদ্ধ কোন সমাধান হতে পারে না। পাকিস্তানকে এখন সর্বোচ্চ সংযমের পরিচয় দিতে হবে এবং প্রয়োজনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় সমাধানের পথে হাঁটতে হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশটি তার শক্ত অবস্থান বজায় রাখবে বলেও আমরা বিশ্বাস করি। আমরা একইসঙ্গে সীমান্তে সতর্ক অবস্থানে থাকতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

 5 months ago
                        40
                        5 months ago
                        40
                    








 English (US)  ·
                        English (US)  ·