বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

5 months ago 77

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলায় চট্টগ্রামের বোয়ালখালীতে জুয়েল ঘোষ (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে বোয়ালখালী থানাধীন আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জুয়েলকে সোমবার (১৯ মে) সকালে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতার জুয়েল আমুচিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা মামলার সন্ধিগ্ধ আসামি জুয়েলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমডিআইএইচ/বিএ/এমএস

Read Entire Article