তামাকজাত পণ্যের মোড়ক, কার্টুন ও কৌটাতে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী না থাকায় সিরাজগঞ্জে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ডিপোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৮ মে) বিকেলে সিরাজগঞ্জ পৌর শহরের রামগাঁতীতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
ডিপোর মালিক রাকিব হাসান হিমেল (৩৪)। তিনি সিরাজগঞ্জ পৌর শহরের ধানবান্ধি মহল্লার বাসিন্দা।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আখিরুজ্জান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তামাকজাত দ্রব্যের প্যাকেটে স্বাস্থ্য ও অন্যান্য ক্ষতি সম্পর্কিত সচিত্র সতর্কবাণী প্রদর্শন না করায় ডিপোর মালিককে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে এক মাস বিনাশ্রমে কারাদন্ড দেওয়া হয়েছে। অভিযানকালে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এম এ মালেক/এএইচ/এমএস

5 months ago
13








English (US) ·