বড় সুখবর পেলেন সৌম্য-রিশাদরা, দুঃসংবাদ মুস্তাফিজ-তাসকিনদের
নতুন হালনাগাদকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই সিরিজে ব্যাটে-বলে ভালো পারফরম্যান্স করা ক্রিকেটাররা পেয়েছেন সুখবর। বুধবার (২৯ অক্টোবর) নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি।
উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ ব্যাটিং করে আইসিসি র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়েছেন সৌম্য সরকার। বাঁহাতি এই ব্যাটার ৩ ম্যাচে ১৪০ রান করেছেন। তাতেই ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি। সেই ওয়ানডে সিরিজে ২ ম্যাচে ৩.০৬ ইকোনমিতে ৫ উইকেট নিয়ে নাসুম আহমেদ ২৪ ধাপ উন্নতি করেছেন। তার অবস্থান এখন ৪৭ নম্বরে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে রিশাদেরও। ৩ ম্যাচে সর্বোচ্চ ১২ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে ৬২ নম্বরে জায়গা করে নিয়েছেন তিনি।
আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তাওহীদ হৃদয়। তিন ম্যাচে মোটে ৯১ রান করা ডানহাতি এই ব্যাটার ৩৫ নম্বরে নিজের জায়গা ধরে রেখেছেন। ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো পারফরম্যান্স করতে না পারলেও ১ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন নাজমুল হোসেন শান্ত। মেহেদী হাসান মিরাজ আগের মতই ৬৩ নম্বরে অবস্থান করছেন। ৩ ম্যাচে ৬৬ রান এসেছে তার ব্যাট থেকে।
বোলারদের মধ্যে অনেকেরই অবনতি হয়েছে র্যাঙ্কিংয়ে। তানজিম হাসান সাকিব ৪ ধাপ পিছিয়ে ৭৭ নম্বরে আছেন। শরিফুল ইসলাম ২ ধাপ পিছিয়ে আছেন ৬৩ নম্বরে। মুস্তাফিজুর রহমান ২ ধাপ পিছিয়ে এখন ৬০ নম্বরে। তাসকিন আহমেদ ২ ধাপ পিছিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন।

1 day ago
12









English (US) ·