ভাড়া নেবে বলে বাসায় প্রবেশ, শরবত খাইয়ে অজ্ঞান করে টাকা-সোনা লুট

5 months ago 59

ঢাকার ডেমরা থানার হাজীনগর এলাকায় এক বাসায় ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে প্রতারক চক্র। পরে তারা বেলের শরবতের সঙ্গে চেতনানাশক দ্রব্য মিশিয়ে খাইয়ে ওই বাড়ির তিনজনকে অজ্ঞান করে সোনার গহনা ও নগদ অর্থ লুট করে পালিয়ে যান।

অচেতন অবস্থায় উদ্ধার তিনজন হলেন- বাড়ির মালিক মো. শহীদুল ইসলাম (৭৫), তার স্ত্রী ফিরোজা বেগম (৬৫) এবং নাতনি ফৌজিয়া আলম (১৬)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।

বুধবার (২৮ মে) দুপুর ১টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

বাড়িওয়ালার ছেলে কামরুজ্জামান বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে দুই নারী বাসা ভাড়া নিতে আসেন। তারা জানান বেল নিয়ে এসেছেন এবং শরবত তৈরি করে আমার পরিবারের সদস্যদের পান করতে দেন। শরবত পান করার কিছুক্ষণের মধ্যেই তিনজন অজ্ঞান হয়ে পড়েন। এরপর প্রতারকরা বাসার আলমারি খুলে ৪ থেকে ৫ ভরি সোনার গহনা ও নগদ অর্থ লুট করে নিয়ে যান।

তিনি আরও বলেন, ওইসময় আমি বাইরে ছিলাম। বাসায় ফিরে বাবা-মা ও ভাগ্নিকে অজ্ঞান অবস্থায় দেখতে পাই। এরপর দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের ঢামেকে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বলেন, ডেমরা থেকে তিনজন অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে আনা হয়েছে। তাদের সোনার গহনা ও টাকা-পয়সা লুট হয়েছে বলে জানা গেছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর/এএসএম

Read Entire Article