ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রবল বৃষ্টি হচ্ছে। গত দুই দিনে প্রাক-বর্ষা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট নানা ঘটনায় সেখানে কমপক্ষে ১৪ জন মারা গেছেন। এ সময় ১৬ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের।
মঙ্গলবার (৬ মে) রাজ্যের কর্মকর্তারা এসব তথ্য জানান। স্থানীয় টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি জেলায় বজ্রপাত এবং ঝড়ো হাওয়ায় গাছপালা ভেঙে পড়েছে। ফসলের ক্ষতি হয়েছে ব্যাপক।
ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পাকিস্তানের পার্শ্ববর্তী অংশ এবং ভারতের রাজস্থান রাজ্যে ঘূর্ণিঝড়ের কারণে রাজ্যের বেশিরভাগ অংশে অসময়ে বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত গুজরাটে আরও বৃষ্টিপাত, বজ্রপাত এবং ঝোড়ো বাতাসের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
স্থানীয় কর্মকর্তারা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ১৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, সব এলাকার তথ্য এখনও তাদের কাছে পৌঁছেনি।
রাজ্যের কৃষি বিভাগের সচিব অঞ্জু শর্মা বলেন, আমরা ফসলের ক্ষতির প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। গুজরাট তুলা, জিরা ও ধানের প্রধান উৎপাদক। জেলা প্রশাসন ক্ষতির মূল্যায়ন করবে এবং আমাদের কাছে তাদের প্রতিবেদন পাঠাবে।
গত মাসে পূর্ব ও মধ্য ভারত এবং নেপালের কিছু অংশে অসময়ের ভারী বৃষ্টিপাতের ফলে ১০০ জনেরও বেশি লোক মারা গিয়েছিল। এ ছাড়া বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটে।

 5 months ago
                        37
                        5 months ago
                        37
                    








 English (US)  ·
                        English (US)  ·