ভুয়া কাগজপত্রে টেন্ডার, পৌরসভায় দুদকের হানা

6 hours ago 5
ভুয়া নথিপত্র জমা দিয়ে টেন্ডার প্রক্রিয়া সম্পন্নের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা দুদকের একটি বিশেষ টিম পৌরসভা কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন প্রকল্পের টেন্ডার সংক্রান্ত নথি খতিয়ে দেখে এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। পরে তারা ঘটনাস্থলে গিয়ে চলমান কাজও পরিদর্শন করেন। সূত্র জানায়, কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান দীর্ঘ দুই যুগেরও বেশি সময় দায়িত্বে ছিলেন। তার মেয়াদকালে ২০২৩-২৪ অর্থবছরে সড়ক সংস্কার, ড্রেন নির্মাণ, পাইলিংসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ভুয়া কাগজপত্র দাখিল করে টেন্ডার অনুমোদনের অভিযোগ পায় দুদক। অভিযোগের সত্যতা যাচাইয়ে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে তারা পৌর কার্যালয় থেকে সংশ্লিষ্ট প্রকল্পের রেকর্ড ও টেন্ডার ডকুমেন্ট সংগ্রহ করে নিয়ে যায়। এ বিষয়ে দুদকের গাজীপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক বিলেন, ‘কালিয়াকৈর পৌরসভার কিছু প্রকল্পে ভুয়া কাগজপত্রের মাধ্যমে টেন্ডার দেওয়া হয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করেছি। এ সময় প্রাথমিকভাবে কিছু অসংগতি ধরা পড়েছে। তদন্তের স্বার্থে রেকর্ড সংগ্রহ ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে গ্রহণ করা হবে।’ এ বিষয়ে সাবেক মেয়র মজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। অন্যদিকে, কালিয়াকৈর পৌরসভার বর্তমান নির্বাহী কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার জানান, একজন ঠিকাদার দুদকে লিখিত অভিযোগ করেছেন যে, ভুয়া কাগজপত্রের মাধ্যমে একটি টেন্ডার দাখিল করা হয়েছে। দুদক সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই পৌরসভায় অভিযান পরিচালনা করেছে। উল্লেখ্য, এর আগে দুর্নীতি, অনিয়ম ও সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মেয়র মজিবুর রহমানকে ২০২৫ সালের ৫ জানুয়ারি দুদকে তলব করা হয়েছিল। তার বিরুদ্ধে একক টেন্ডার বাণিজ্য, ভুয়া ড্রেনেজ প্রকল্প দেখিয়ে সরকারি তহবিল আত্মসাৎ, পৌর জনবল নিয়োগে অনিয়ম, পরিবহন খাত থেকে বেআইনি টোল আদায় এবং ব্যক্তিগত স্বার্থে সরকারি জমি দখলের মতো একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।
Read Entire Article