মধ্যরাতে হৃতিকের ফোন পেয়ে থতমত খেয়ে যান কৃতি

2 hours ago 3

বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন যে অভিনেতা হৃতিক রোশনের কত বড় ভক্ত, তা তিনি নিজেই অনেকবার স্বীকার করেছেন। ছোটবেলায় নিজের ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতেন প্রিয় নায়কের ছবি। তবে সেই ভক্তের কাছেই যদি খোদ তারকার ফোন আসে, তাও আবার মধ্যরাতে, তবে কেমন হবে?

সম্প্রতি এক টক শো-তে হাজির হয়ে নিজের সেই ‘ফ্যানগার্ল’ মুহূর্তের অভিজ্ঞতাই ফাঁস করলেন কৃতি শ্যানন।

অভিনেত্রী জানান, তার প্রথম সিনেমা ‘হিরোপান্তি’ মুক্তি পাওয়ার পর এক রাতে তার কাছে হৃতিকের ফোন আসে, যা তাকে একেবারে অবাক করে দেয়। কৃতি বলেন, “আমার ঘরের দেয়ালে একমাত্র হৃত্বিক রোশনের ছবি লাগানো থাকত। আমার প্রথম সিনেমা ‘হিরোপান্তি’ মুক্তি পাওয়ার পরে শুধু হৃত্বিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টা জানতামই না।”

এই ছবিতেই কৃতির অভিনয় দেখে মুগ্ধ হয়ে মধ্যরাতে তাকে ফোন করেন হৃতিক। কৃতি সেই রাতের ঘটনা বর্ণনা করে বলেন, ‘রাত ২টার সময়ে আমি ঘুমাচ্ছিলাম। হঠাৎ এক অচেনা নম্বর থেকে ফোন এসেছিল। ফোনটা ধরতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘ট্রু-কলারে সেই নম্বর ফেলে দেখি, হৃতিক রোশনের কাছ থেকে ফোনটা এসেছিল। থতমত খেয়ে গিয়েছিলাম আমি। সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাকে ফোন করেছিলাম।’

জানা গেছে, কাজল ও টুইঙ্কেল আয়োজিত সেই টক শো-তে কৃতির সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিকি কৌশলও। শৈশবের ক্রাশের কাছ থেকে প্রথম সিনেমার পর এমন ফোন পাওয়া যে কোনো নবাগতর কাছেই স্বপ্নের মতো, তা কৃতির কথাতেই স্পষ্ট।

Read Entire Article