মলিকুলার ডায়াগনোসিস-গবেষণা-বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন যৌথ কাজের অঙ্গীকার
দেশের বিজ্ঞান, উদ্ভাবন, স্বাস্থ্যসেবা ও মানবসম্পদ উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টস (বিএসএম) ও হিউম্যান জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেড (এইচজিআরটিসি)। উভয় প্রতিষ্ঠান বাংলাদেশের পাবলিক হেলথ, মলিকুলার ডায়াগনোসিস, গবেষণা ও বৈজ্ঞানিক দক্ষতা উন্নয়ন বিষয়ে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।
সোমবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগে উভয়ের মধ্যে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়।
এতে বলা হয়, বিএসএম ও এইচজিআরটিসি যৌথভাবে প্রশিক্ষণ কর্মশালা, সেমিনার ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। যা দেশের তরুণ গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীদের হাতে কলমে প্রশিক্ষণের সুযোগ করে দিবে। চুক্তি অনুযায়ী, বিএসএম ও এইচজিআরটিসি প্রতি বছর তিন থেকে চারটি যৌথ প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করবে। পাশাপাশি স্বাস্থ্যবিজ্ঞান ও মানবসম্পদ উন্নয়নের জন্য প্রয়োজনীয় ভূমিকা পালন করবে।
উপস্থিত বক্তারা বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশে অ্যাকাডেমিক গবেষণা ও ল্যাবরেটরি প্রশিক্ষণের মধ্যে সেতুবন্ধন তৈরি হবে। দেশের চিকিৎসা ও গবেষণা খাতে একটি নতুন দিগন্তের সূচনা ঘটবে।
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টসের (বিএসএম) সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ মনজুরুল করিম এবং হিউম্যান জেনেটিক্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেডের (এইচজিআরটিসি) ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। এ সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন বিএসএম সভাপতি ড. মনিরুল আলম ও এইচজিআরটিসি চিফ ট্রেনিং কনসালটেন্ট ড. মো. রফিকুল ইসলাম। এ ছাড়াও চুক্তি সমন্বয়কারী হিসেবে উপস্থিত বিএসএম যুগ্ম সম্পাদক ছিলেন ড. মুনাওয়ার সুলতানা।

2 hours ago
6









English (US) ·