মল্লিকাদের পিঠে অক্ষত দুর্ভাগ্যের নদী
আজ মনে হচ্ছে, আমি কখনোই এত সুন্দর ফুল দেখিনি
এই রূপসী এখন আমার সামনে দাঁড়িয়ে
বসন্তের চাঁদের নিচে দুলছে
দুলছে আর বসন্ত বাতাসের মধুর ধ্বনি
আমি কখনোই এত সুমধুর সংগীত শুনিনি
বসন্ত চাঁদে মল্লিকার ঘ্রাণে মিষ্টি সুর
যতটা মিষ্টি একটি কণ্ঠস্বর তার সবটুকু
মল্লিকা আমাকে মোহগ্রস্ত করেছে
আমি কখনোই এত পবিত্র অনুভূতি অনুভব করিনি...
অথচ এই মল্লিকাদের পিঠে অক্ষত দুর্ভাগ্যের নদী বয়ে যায়
মল্লিকারা একেকটি মায়া অ্যাঞ্জোলা, সিলভিয়া প্লাথ, বেগম রোকেয়া
****
মানুষ এবং ভালোবাসা
যখন আমি ভালোবাসি
আমি অনুভব করি যে, আমি সময়ের রাজা
আমিই পৃথিবী এবং এর সবকিছুই আমার
তখন আমি বৃষ্টিতে চড়ে স্বর্গের দিকে যাত্রা করি। 
যখন আমি ভালোবাসি
আমি লেজার আলোতে রূপান্তরিত হই 
আমার নোটবুকে থাকা কবিতাগুলো
পাঁকা শস্য কিংবা বর্ণিল ফুলের ক্ষেত হয়ে যায়।
যখন আমি ভালোবাসি
আমার আঙুল থেকে জল প্রবাহিত হয়
আমার জিভে ঘাস জন্মায়—চারিদিকে সবুজের অরণ্য।
যখন আমি ভালোবাসি
আমি সময়ের বাইরে চলে যাই
যখন মানুষকে ভালোবাসি
প্রকৃতির সব আমার দিকে পায়ে হেঁটে এগিয়ে আসতে থাকে
বলে, এই ধরো হাত...
****
এক বসাতেই প্রেমের বর্ণমালা
রূপসা নদীর তীরে অচিন-তোমার সঙ্গে বসা
তোমার হাসির নূপুর বাতাসে ভরপুর
স্রোত ছড়িয়ে দেয় চারপাশে তোমার উষ্ণতা।
গোলাপি পাঁপড়ির ঝিরঝির, সবুজ পাতার ঝিলমিল
তোমার মুখের রেখাগুলো হাসির স্রোতে মিশে
ঘাসের ওপর শুয়ে যেন অপ্সরা 
সব কবি, সব চিত্রশিল্পী কিংবা সমুদ্রের সব নাবিক
নিশ্চয়ই পেয়েছে তোমার মতো কাউকে—
স্রোতের চালক কিংবা চাঁদের আলো ছড়িয়ে দেওয়ার কারিগর।
আজকের রূপসার তীর আমার প্রিয় কবিতার খাতা
প্রেমের অভিধান
এই নাও হাত—কথা বলতে থাকো...
 
এসইউ/

 5 months ago
                        102
                        5 months ago
                        102
                    








 English (US)  ·
                        English (US)  ·