‘মশার মতো ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান’
                    
            
            পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন, পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান মশার মতো ভূপাতিত করেছে পাকিস্তান। বুধবার (৭ মে) জাতীয় পরিষদে এক ভাষণে ভারতের প্রতি কড়া প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আর কোনো আগ্রাসন হলে তার জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
বিলাওয়াল বলেন, আমরা তাদের পাঁচটি যুদ্ধবিমান মশার মতো ভূপাতিত করেছি। যদি তারা আবার হামলা করে, আমরা আরও বিমান ভূপাতিত করব। 
এই সপ্তাহের শুরুতে ভারতের সীমান্তবর্তী হামলার কথা উল্লেখ করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাগুলো রাতের আঁধারে চালানো হয়েছে। এটা কাপুরুষোচিত এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
তিনি বলেন, শুধু চোর এবং কাপুরুষরাই রাতে হামলা করে। ভারত নিরস্ত্র শিশুদের লক্ষ্যবস্তু করেছে। এটা সেই পুরনো যুগ নয় যখন পাকিস্তানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হতো এবং বিশ্ব তা বিশ্বাস করত। ভারতীয় অবৈধভাবে দখলকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) একটি মর্মান্তিক ঘটনার পর দুই সপ্তাহ ধরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ করে আসছিল। আমাদের প্রধানমন্ত্রী তদন্ত করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভারত সেই প্রস্তাব গ্রহণ করেনি বা কোনো প্রমাণও উপস্থাপন করেনি। বরং তারা হামলা চালানোর পথ বেছে নিয়েছে। 
বিলাওয়াল দুই দেশের আকার ও শক্তির অসমতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, ভারত আকারে এবং জনসংখ্যায় বড়। এ অহংকারের বশে  তারা কাজ করে। কিন্তু পাকিস্তানের স্থিতিস্থাপক জনগণ ভারতের চোখ খুলে দেবে। আমরা যুদ্ধের পক্ষপাতী নই। যদি আপনি আমাদের নিরস্ত্র নাগরিকদের ওপর হামলা করেন, তাহলে প্রস্তুত থাকুন—পাকিস্তান জবাব দেবে।
এদিকে ভারতের বিমান হামলায় নিহত ব্যক্তিদের ‘প্রতিটি রক্তের ফোঁটার’ প্রতিশোধ নেওয়া হবে বলে অঙ্গীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এ ছাড়া তিনি বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার কারণে শত্রুকে কাপুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন।
বুধবার (৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই অঙ্গীকার করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডন।
শেহবাজ বলেন, ‘এটি সেই কাপুরুষ শত্রু, যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করে এবং নিজেকে আরও শক্তিশালী মনে করে। কিন্তু আমরা গত রাতে প্রমাণ করেছি যে পাকিস্তান জানে কীভাবে তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে হয়। জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা ও শক্তির প্রতি শ্রদ্ধা জানায়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান বিমানবাহিনী ভারতীয় বাহিনীর এত ক্ষতি করেছে যে তারা এই ক্ষত “সহজে সারতে পারবে না”।’
তিনি বলেন, ‘পাকিস্তানি সেনাবাহিনীর শত্রুকে নতজানু করতে “মাত্র কয়েক ঘণ্টা সময় লেগেছে”। আল্লাহর কৃপায়, আমাদের বিমানগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা চিৎকার করে উঠল। ভারতের গর্ব ছিল, এমন পাঁচটি যুদ্ধবিমান এখন কেবল ছাই ও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’                    
                    
        
        
 5 months ago
                        75
                        5 months ago
                        75
                    








 English (US)  ·
                        English (US)  ·