‎মাদক রুখতে না পারলে জাতির ভবিষ্যৎ অন্ধকার : জবি উপাচার্য

6 hours ago 6
‎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, যুব সমাজকে যদি মাদকের অপশক্তি থেকে দূরে রাখতে না পারি, তবে এ জাতির ভবিষ্যৎ অন্ধকার। ‎বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী প্রচারণা কমিটির তত্ত্বাবধানে এবং মাদকবিরোধী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত ‘মাদকবিরোধী স্লোগান প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‎উপাচার্য বলেন, দুঃখজনকভাবে দেখা যায়, কেউ কেউ মাদক বিষয়ে উৎসাহ দেয় বা প্ররোচিত করে অন্যের জীবন ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, যা চরম অন্যায়। আমাদের সমাজে অনেক কিছু বৈধ হলেও, প্রকাশ্যে বা গোপনে এসবের অপব্যবহার সমাজের জন্য ক্ষতিকর।  ‎তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের প্রত্যেককে মাদকবিরোধী কার্যক্রমে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত প্রজন্ম গড়ে তুলতে পারব।  ‎বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, আমাদের সমাজ ও দেশকে মাদকমুক্ত রাখতে হলে সমালোচনার মুখেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে হবে। মাদকমুক্ত সমাজে যেন আমরা সবাই বাস করতে পারি সেই প্রত্যাশা রইল।  ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক ও মাদকবিরোধী প্রচারণা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমরানুল হক। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হকসহ মাদকবিরোধী ফোরামের নেতৃবৃন্দ। ‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জবি মাদকবিরোধী ফোরামের সভাপতি অমৃত রায় এবং সাধারণ সম্পাদক জীবন মিয়া।  
Read Entire Article