মালদ্বীপে কর্মস্থলে দুর্ঘটনায় আহত প্রবাসী বাংলাদেশিকর্মী সেলিমের দেশে ফেরার জন্য বিমান টিকিট হস্তান্তর করেছেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম।
১০ নভেম্বর হাইকমিশনার মালেতে অবস্থিত ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে আহত কর্মী সেলিমের খোঁজখবর নেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে তার দেশে ফেরার বিমান টিকিট দেওয়া হয়। এ সময় হাইকমিশনের কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

ঢাকার উত্তরা এলাকার বাসিন্দা সেলিম মালদ্বীপে নির্মাণ কাজের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হন। হাইকমিশনার তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে হাইকমিশনের অবিচল সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, প্রবাসী কর্মীদের চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্প্রতি মালেতে একটি নির্মাণাধীন ভবনে রঙের কাজ করার সময় পড়ে গিয়ে সেলিম গুরুতর আহত হন। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরার পরামর্শ দেন। তার পাসপোর্ট না থাকায় হাইকমিশনের পক্ষ থেকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করা হয়। আজ সেলিম মালদ্বীপ থেকে বাংলাদেশে ফিরে যাচ্ছেন।
এমআরএম/এএসএম

3 hours ago
8








English (US) ·