পরিবারের স্বপ্ন পূরণ করা হলো না মহিবুরের। মা, বাবা, স্ত্রী, সন্তানের স্বপ্ন রয়ে গেছে। সুখের মুখ দেখার শুরুতেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মহিবুর রহমান (৩০)।
বৃহস্পতিবার মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মহিবুর। তিনি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের বাইন্নে বাড়ির তাজুল খা’র ছেলে।
মহিবুরের মামাতো ভাই আজমিরীগঞ্জের সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক নেতা ইব্রাহিম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই ভাই এক বোনের মধ্যে মহিবুর রহমান সবার বড়। পরিবারে মা, বাবা, এক ভাই, এক বোন, স্ত্রী এবং একটি মেয়ে রয়েছে তার। তিনি সিএনজি অটোরিকশা চালিয়ে দেশে কোনো রকমে জীবিকা নির্বাহ করতেন। অভাবের সংসারে মা, বাবা, ভাই-বোন ও স্ত্রী, সন্তানের মুখে হাসি ফোটাতে প্রায় দেড় বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান তিনি।
ধীরে ধীরে অভাব ঘোচাতে শুরু করেছিলেন মহিবুর। সুখের মুখও দেখার পালা এসেছিল এবার। কিন্তু তার আগেই তিনি চলে গেছেন না ফেরার দেশে। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে কাজে যাওয়ার উদ্দেশ্যে ঘুম থেকে উঠে বাথরুমে গোসলে ঢোকেন। এ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার রুমে থাকা একজনের মাধ্যমে পরিবারের সদস্যরা মহিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন।
এরপরই পরিবারে নেমে আসে অমানিশার অন্ধকার। বাড়িতে কান্নার রোল পড়ে। তারা দিশেহারা হয়ে পড়েন। স্বামী হারিয়ে স্ত্রীও পাগলপ্রায়।
ইব্রাহিম মিয়া বলেন, তার মরদেহ সব প্রক্রিয়া শেষে যে কোম্পানিতে চাকরি করতেন সে কোম্পানি দেশে পাঠানোর ব্যবস্থা করবে বলে আমরা জানতে পেরেছি।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবির রঞ্জন তালুকদার বলেন, বিষয়টি শুনেছি। আমরা তার পরিবারের খোঁজখবর নিচ্ছি। আমাদের যা যা করণীয় তাই করবো। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারি সহায়তার ব্যাপারে চেষ্টা করবো।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমআরএম/এএসএম

5 months ago
34








English (US) ·