মালয়েশিয়ায় ৪৩ হাজার অভিবাসী কর্মী গ্রেপ্তার

16 hours ago 8

অনিবন্ধিত অভিবাসী কর্মী গ্রেপ্তার করতে মালয়েশিয়ায় চলে নিয়মিত অভিযান। দেশজুড়ে ধারাবাহিক অভিযানে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পরিচালিত দশ মাসের এনফোর্সমেন্ট অভিযানের পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির অভিবাসন বিভাগ। 

বৃহস্পতিবার (৬ অক্টোবর) মালয়েশিয়া ইমিগ্রেশনের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

চলিত বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ১০ মাসে অভিবাসন বিভাগ মোট ১১ হাজার ৯১৭টি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে যাচাই-বাছাই করা হয়েছে মোট ২ লাখ ২ হাজার ৩০২ জনকে। তাদের মধ্যে বৈধ নথিপত্র না থাকার অভিযোগে ৪৩ হাজার ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অবৈধ কর্মীদের নিয়োগ দেওয়ার অপরাধে ১ হাজার ৮৩৩ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে। 

গত ১০ মাসের মধ্যে অক্টোবর মাসের অভিযান ছিল চোখে পড়ার মতো। এই মাসে ১ হাজার ২২২ অভিযানে কাগজপত্র যাচাই-বাছাই করা হয় ২৫ হাজার ৯৩৭ জনকে। 

এর মধ্যে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৪ হাজার ২৩৯ অভিবাসী কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়াও অনিবন্ধিত অভিবাসী কর্মীদের কাজ দেওয়ার অভিযোগে ২৪৪ জন নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়।

অভিবাসনের এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তা সর্বদা সুরক্ষিত রাখতে তারা ইনফোর্সমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের ঠেকাতে আরও জোরালো অভিযান পরিচালনা করা হবে।

অন্যদিকে জেলের সাজা শেষে নিয়মিত নিজ নিজ দেশে কর্মী ফেরত দিচ্ছে মালয়েশিয়া। চলমান কার্যক্রম ৫০০ রিংগিত জরিমানা দিয়ে দেশে ফিরে যাচ্ছেন হাজার কর্মী।

Read Entire Article