গায়ক ও ফ্যাশন আইকন রিহানা নিশ্চিত করেছেন তিনি আবারও মা হতে যাচ্ছেন। তিনি তার তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন। নিউইয়র্কের মেট গালায় অংশ নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে নিজের বেবি বাম্প স্পষ্টভাবে প্রদর্শন করেন ৩৭ বছর বয়সী এই তারকা।
কালো ও ধূসর রঙের টেইলার্ড পোশাক এবং প্রশস্ত ব্রিমের হ্যাট পরে রিহানা যখন রেড কার্পেটে হাজির হন, তখনকার মুহূর্তগুলো ক্যামেরায় ধরা পড়ে। এবারের কার্পেট ছিল নেভি ব্লু রঙের। এর উপর ছড়ানো ছিল ড্যাফোডিল ফুল।
রিহানা, যার আসল নাম রবিন ফেন্টি। তার সঙ্গী র্যাপার এ্যাস্যাপ রকি, আসল নাম রাখিম মায়ার্স। ইতিমধ্যে দুই সন্তানের অভিভাবক তারা। বড় ছেলে আরজেডএ জন্ম নেয় ২০২২ সালের মে মাসে। ছোট ছেলে রায়টের জন্ম ২০২৩ সালের আগস্টে।

রকি এবারের মেট গালার কো-চেয়ার ছিলেন। রেড কার্পেটে সাংবাদিকদের শুভেচ্ছার জবাবে তিনি বলেন,
‘এটা সময় হয়েছে মানুষকে দেখানোর আমরা কী আবারও কিছু সৃষ্টি করে ফেলেছি!’ তিনি আরও বলেন, ‘আমাদের নতুন সন্তান আগমনের খবরে সবাই খুশি হয়েছে দেখে আমরাও খুব খুশি।’
রিহানা ছিলেন এবারের অনুষ্ঠানের শেষ অতিথি যিনি কার্পেটে পা রাখেন।
রিহানা এর আগেও দুইবার খুব আলোচিতভাবে গর্ভাবস্থার খবর দিয়েছেন। ২০২২ সালে নিউইয়র্কের হারলেমে একটি ফটোশুটে প্রথম সন্তানের ঘোষণা দেন তিনি। আর ২০২৩ সালে সুপার বোল হাফটাইম শোতে পারফর্ম করার সময় জানিয়ে দেন দ্বিতীয় সন্তানের কথা।
তিনি প্রথম নন যিনি মেট গালায় গর্ভাবস্থার ঘোষণা দিলেন। ২০২৩ সালে টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং মডেল কার্লি ক্লসও মেট গালায় তাদের বেবি বাম্প প্রকাশ করেছিলেন। এবার রিহানার সাথে বলিউডের কিয়ারা আদভানিও তার বেবি বাম্প প্রকাশ করলেন মেট গালার মঞ্চে।
এলআইএ/এএসএম

 5 months ago
                        37
                        5 months ago
                        37
                    








 English (US)  ·
                        English (US)  ·