লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্ক সবসময়ই আবেগে ভরা এক অধ্যায়। আর সেই অধ্যায় নিয়ে এবার সরাসরি মুখ খুললেন ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তা। কাতালুনিয়া রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, মেসির চলে যাওয়া নিয়ে তার কোনো অনুশোচনা নেই, কারণ “বার্সেলোনা সব সময়ই যেকোন ব্যক্তির চেয়ে বড়।”
রোববার স্পটিফাই ক্যাম্প ন্যু–তে হঠাৎ উপস্থিত হয়েছিলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে যুক্তরাষ্ট্রে খেলা শেষ করে স্পেনে আর্জেন্টিনা ক্লাবের সাথে যোগ দিতে এসে প্রিয় ক্লাবের পুরনো মাঠে পা রাখেন আর্জেন্টাইন তারকা। বিষয়টি নিয়ে লাপোর্তা বলেন, ‘আমি জানতাম না সে আসছে। মেসি নিজের শহরে ছিল, বন্ধুদের সঙ্গে ডিনার শেষে হঠাৎ করেই ক্লাবটিতে আসে। আমি কোনো আমন্ত্রণ পাঠাইনি। ওর জন্য এই জায়গা সব সময় খোলা—এটাই তার ঘর।’
লাপোর্তা আরও যোগ করেন, ‘মেসির সঙ্গে আমার সম্পর্ক এখনো ভালো। সে জানে এখানে তাকে ভালোবাসা হয়, সম্মান করা হয়। আমি মনে করি, তার প্রাপ্য সম্মান জানাতেই ক্যাম্প ন্যু–তে একটি বড় বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা উচিত। ১ লাখ ৫ হাজার সমর্থকের সামনে সেটি হলে দারুণ হবে।’
তবে মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা নিয়ে কোনো জল্পনা এড়িয়ে যান ক্লাব সভাপতি। স্পষ্ট ভাষায় বলেন, ‘সর্বোচ্চ সম্মানের জায়গা থেকেই বলছি—আমি এমন কিছু নিয়ে জল্পনা করতে চাই না, যা বাস্তবসম্মত নয়। এখন সে ইন্টার মায়ামির খেলোয়াড়, আমরা সেটির প্রতি সম্মান দেখাই।’
শেষে লাপোর্তা দৃঢ়ভাবে বলেন, ‘মেসি চলে গেছে, কিন্তু বার্সেলোনা তার নিজের গতিতে এগোচ্ছে। কোনো অনুশোচনা নেই, কারণ আমরা ক্লাবের স্বার্থকেই সব সময় অগ্রাধিকার দিই। তবে যদি ভবিষ্যতে কোনো সম্মাননা অনুষ্ঠানে সে আসে, সেটি দারুণ এক মুহূর্ত হবে।’

5 hours ago
7








English (US) ·