‘মেয়েদের মেসেজ দিয়ে ভুল করিনি’, মুখ খুললেন ঋজু বিশ্বাস

3 hours ago 9

ওপার বাংলার অভিনেতা ঋজু বিশ্বাস এবং এক উঠতি মডেলের ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ঘিরে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম। সেই মডেলের দাবি, অভিনেতা তাকে মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করেছেন। এই অভিযোগের পর একে একে আরও কয়েকজন নারী ঋজুর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলে সরব হন। পরিস্থিতি জটিল হতেই এবার এই তীব্র বিতর্কের মুখে মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস।

মায়ের অসুস্থতার কারণে প্রায় সাত মাস ধরে স্টুডিওপাড়া থেকে দূরে রয়েছেন ঋজু। এর মধ্যেই এমন এক কাণ্ডে জড়িয়ে পড়ায় বিস্মিত তিনি। তবে আত্মপক্ষ সমর্থনে অভিনেতা যে মন্তব্য করেছেন, তা রীতিমতো চমক সৃষ্টি করেছে।

ঋজু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মেসেজ পাঠানোর কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘মেসেজ দিয়ে কোনো ভুল করিনি। কেউ কি দেখাতে পারবেন আমি অশালীন কোনো প্রস্তাব দিয়েছি? ফেসবুকে একজন অন্যজনকে মেসেজ করতে পারে না?’

প্রশংসা করা কোনো অপরাধ নয় উল্লেখ করে এই অভিনেতা আরও দাবি করেন, “মিথ্যা কথা বলতে একেবারেই পছন্দ করি না, বলিও না। এক্ষেত্রেও করতে চাইনি। আমি মেসেজ করেছি অনেককেই। কিন্তু শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমার মাকেও দু’দিন আগে প্রশংসা করেছি একইভাবে।”

এই ঘটনায় নিজের সম্মানহানি হয়েছে দাবি করে ঋজু জানিয়েছেন, তিনি ইতোমধ্যেই আইনি পদক্ষেপ নিয়েছেন। সেই উঠতি মডেলের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করেছেন।

Read Entire Article