রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সবাই পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত বলে জানায় পুলিশ।
রোববার (১৮ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার (১৭ মে) মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন- আকাশ (২৩), কাশেম (২৫), রাব্বি (২২), সজীব (২৬), মাহাবুল (২২), সিয়াম (১৯), শাহরিয়া (২০), শাহাদাত (১৯), আলম (২২), তুহিন (২০), আকাশ (১৮), সুজন (১৯), এমদাদুল (২৭), সাব্বির (১৯) ও ফরহাদ (১৯)।
গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআইএইচএস/জেআইএম

5 months ago
42









English (US) ·