ম্যাডোনার রেকর্ড ভাঙলেন লেডি গাগা
                    
            
            রিও ডি জেনেইরোর ঐতিহাসিক কোপাকাবানা বিচে গত শনিবারের রাতটা ছিল কোনো অসাধারণ এক রাত। সেটি ছিল ইতিহাস রচনার রাত। চোখ-ধাঁধানো আলো, সমুদ্রের গর্জন আর তারকাখচিত আকাশের নিচে এক নারী দাঁড়িয়ে ছিলেন ২৫ লাখ মানুষের সামনে। তিনি আর কেউ নন—মার্কিন সংগীতশিল্পী লেডি গাগা। সেই রাতে তিনি শুধু গান গাওয়া নয়, গড়ে তুলেছিলেন এক বৈশ্বিক সাংস্কৃতিক বিস্ফোরণ। ভেঙে দিয়েছেন ম্যাডোনার ২০২৪ সালের ১৬ লাখ দর্শকের রেকর্ডকেও এবং ২০২৫ সাল গাগাকে এনে দিয়েছে ইতিহাসে সবচেয়ে বড় নারী কনসার্টের মুকুট।
রিও শহরের ‘তোদো মুন্দো নো রিও’র উদ্যোগে চার কিলোমিটারজুড়ে বিস্তৃত উন্মুক্ত থিয়েটার যেন পরিণত হয় এক স্বপ্নপুরীতে। টাওয়ারিং এলইডি স্ক্রিন, বিশ্বমানের সাউন্ড সিস্টেম আর বালু ছুঁয়ে ছুটে চলা আলোয় জেগে উঠেছিল গোটা সৈকত। গাগার কণ্ঠে ‘ব্লাডি মেরি’ শুরুর মুহূর্তেই সমুদ্রের ঢেউ যেন গর্জে উঠেছিল সমস্বরে। তারপর ‘পোকার ফেস’, ‘শ্যালো’সহ ‘মেহেম’ অ্যালবামের নতুন সব গান পরিবেশন করে তিনি যেন প্রাণ ছুঁয়ে দেন লাখো ভক্তের।
ভক্তদের ধারণ করা ক্লিপে দেখা যায়, ৩৯ বছর বয়সী এ তারকা আবেগে ভাসছেন। এ সময় তিনি বলেন, ‘আজ রাতে তোমাদের আনন্দ, ভালোবাসা, আত্মার আওয়াজ যেন সারা পৃথিবী শুনতে পায়। আজ আমরা ইতিহাস গড়ছি।’ তিনি আরও বলেন, ‘যদি তুমি পথ হারাও, নিজেকে আবার খুঁজে পেতে পারো, তোমার কাজের ভেতর দিয়েই। তুমি নিজেকে আগে সম্মান দিতে শেখো।’ কনসার্টে গাগার কণ্ঠে উঠে আসে আত্মশক্তির বার্তা, যা লাখো ভক্তের হৃদয়কে নাড়িয়ে দেয়।
কিন্তু এ আনন্দঘন উৎসবের ছায়ায় লুকিয়ে ছিল এক বিপজ্জনক ষড়যন্ত্র। কনসার্ট শুরু হওয়ার আগে ব্রাজিলীয় পুলিশ দুটি বোমা হামলার পরিকল্পনা ব্যর্থ করে দেয়, যার লক্ষ্য ছিল এই বিশাল সমাবেশ, বিশেষ করে সমকামী কমিউনিটির প্রতি। এ সময় দুজন সন্দেহভাজন গ্রেপ্তার হওয়ায় রক্ষা পায় লাখো প্রাণ আর গাগার কনসার্ট নির্বিঘ্নেই সৃষ্টি করে ইতিহাস।
এদিকে এই এক রাতে শুধু ভক্তরা আবেগে ভেসে যাননি, বরং দেশটিতে এসেছে বিশাল অর্থনৈতিক প্রভাব। স্থানীয় প্রশাসনের তথ্যসূত্র থেকে জানা যায়, কনসার্টটি রিওর অর্থনীতিতে ১০৬ মিলিয়ন ডলার সংযোজন করেছে।                    
                    
        
        
 5 months ago
                        110
                        5 months ago
                        110
                    








 English (US)  ·
                        English (US)  ·