ময়মনসিংহ বার ইউনিটের সভাপতি নুরুল, সম্পাদক তান্না

6 hours ago 7
ময়মনসিংহে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা বার ইউনিটের দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে এ এইচ এম মাসুদুল আলম খান তান্না নির্বাচিত হয়েছেন।  শনিবার (১ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণা করা হয়। এর আগে এদিন দুপুরে জেলা বারের মিলনায়তনে সংগঠনটির সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার কাউন্সিলের আয়োজনে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি ভবনে শনিবার দুপুরে দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩০৭ জন সদস‍্য নিয়ে ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। কিন্তু এর মধ‍্যে দুজন আইনজীবী সদস্য মারা যাওয়ায় কাউন্সিলে মোট ভোটার ছিলেন ৩০৫ জন।  সম্মেলনে দুটি প‍্যানেলে পাঁচটি পদে স্বতন্ত্র দুজনসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ২৯০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানান রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের আহ্বায়ক সৈয়দ এনায়েতুর রহমান।  নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করা মমরুজুল হাসান স্বাক্ষরিত ফলাফলে জানানো হয়েছে, সম্মেলনে সভাপতি পদে মো. নুরুল হক ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আজিজুর রহমান ৯৬ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে এ এইচ এম মাসুদুল আলম খান তান্না ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ১৩৮ ভোট। সহসভাপতি পদে মো. আকরাম হোসেন ১৭২ ভোট, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. তোফাজ্জল হোসেন ১৩৩ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ওসমান গণি মল্লিক ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতারা সাংবাদিকদের বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা একযোগে কাজ করবেন। পাশাপাশি আইনজীবীদের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
Read Entire Article