ময়মনসিংহ স্টেশনে টিকিট কালোবাজারিসহ যাত্রী হয়রানি প্রমাণ মিলেছে

5 months ago 17

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারিসহ যাত্রী হয়রানির প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় দুই বুকিং কর্মচারীর কাছ থেকে টিকিট জব্দ করা হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করে তিন সদস্যের দুদকের একটি দল।

দুদক জানায়, ঈদুল আজহায় ঈদ যাত্রায় যাত্রী হয়রানি কমাতে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এসময় অভিযানকালে টিকিট কালোবাজারির প্রমাণ পাওয়া যায়। রাজীব সরকার ও সোহেল রানা নামের দুই বুকিং কর্মচারীর কাছ থেকে কালোবাজারির টিকিট জব্দ করা হয়েছে।

এছাড়াও বেসরকারি ট্রেনের টিকিট কাউন্টারের এজেন্ট জিল্লুর রহমান বাবুর বিরুদ্ধে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণসহ টিকিটে বাড়তি টাকা আদায়ের প্রমাণ মিলেছে। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।

এ বিষয়ে ময়মনসিংহ দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. বুলু মিয়া বলেন, যাত্রী হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। হয়রানি বন্ধ করতে অভিযান চালানো হয়। কালোবাজারি ও যাত্রী হয়রানির প্রমাণ পাওয়া গেছে।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/এএসএম

Read Entire Article