যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো : হারুনুর রশিদ

1 hour ago 4

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, যতদিন বাঁচবো দেশের জন্য বাঁচবো, আপনাদের জন্য বাঁচবো। এখন আমাদের সবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করা। যাতে করে আমরা বিএনপির ৩১ দফার সফল বাস্তবায়ন করতে পারি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে উপজেলার মান্দারখীল মাদ্রাসার সামনে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ বলেন, এই সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে আপনারা আমাকে ঋণী করে ফেলেছেন। এই সংবর্ধনার প্রতিদান আমি আমার কর্মের মধ্যে দিয়ে পরিশোধ করবো। দল আমাকে আপনাদের ভালোবাসার কারণেই মনোনয়ন দিয়েছে। আপনারা মনোবল হারাবেন না, আমার দ্বারা আপনাদের এক পয়সারও কোনো ক্ষতি হবে না। 

রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের সভাপতিত্বে রূপসা দক্ষিণ যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মশিউর রহমান রিপনের পরিচালনায় বক্তব্য দেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর বিএনপি নেতা এমএম টুটুল পাটোয়ারী, মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি, হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার, হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন, মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভুইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমনসহ রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।

Read Entire Article