যা আগে ক্রিকেটে দেখা যায়নি, তা ঘটবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে

3 hours ago 5

লাঞ্চ বিরতি নাকি চা পানের বিরতি—কোনটা আগে হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন ধরেই। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে আগে হবে চা পানের বিরতি এরপর হবে লাঞ্চ। টেস্ট সংস্করণে দ্রুতই এই নিয়ম কার্যকর হচ্ছে। 

দিবারাত্রির টেস্টে সাধারণত দেখা যায় যে, নৈশভোজের আগে চা পানের বিরতি দেওয়া হয়। কিন্তু লাঞ্চের আগে চা পানের বিরতির বিশেষ নিয়ম ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চালু করতে যাচ্ছে। গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ২২ নভেম্বর শুরু হবে এই ম্যাচ। 

টেস্ট ক্রিকেটে সাধারণত কোনো ম্যাচ স্থানীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়। কিন্তু ভারতের উত্তর-পূর্বাঞ্চলে দ্রুত সূর্যাস্তের কারণে শুরুর সময় ৩০ মিনিট এগিয়ে আনা হয়েছে। ফলে, ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট শুরু হবে ৯টায় আর টস হবে স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটে। 

৯টা থেকে ১১টা পর্যন্ত হবে প্রথম সেশনের খেলা। এরপর ২০ মিনিটের চা পানের বিরতি থাকবে। মধ্যাহ্নভোজের বিরতি থাকবে বেলা ১টা ২০ মিনিট থেকে ২টা পর্যন্ত। স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত হবে দিনের খেলা। যদি কোনো কারণে ৩০ মিনিট বেশি দরকার হয়, সেটারও ব্যবস্থা করা হবে। বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ক্রিকইনফোকে গুয়াহাটি টেস্ট দিয়ে চালু হতে যাওয়া নতুন এই নিয়মের ব্যাপারে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত। শীতকালে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সূর্যোদয়-সূর্যাস্ত অনেক তাড়াতাড়ি হয়। ৪টার সময় আলো অনেক কমে যায়। যার ফলে বেশিক্ষণ খেলা সম্ভব না। এ কারণে আমরা দ্রুত খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছি। খেলা শুরু হবে সকাল ৯টায়।’

Read Entire Article