যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র‍্যালি

4 days ago 15
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) মাদারীপুর লেকপাড় মুক্ত মঞ্চে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  জেলা যুবদলের আহ্বায়ক মো. ফারুক বেপারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।  এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মুরাদ, সদস্য গাউছ-উর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন খান মফা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহাদাত হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান খান, বিএনপি নেতা রফিকুল ইসলাম মাতুব্বর, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, বিএনপি নেতা আসাদুজ্জামান খান কিচলু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক চৌধুরী মামুন, যুগ্ম আহ্বায়ক মো. শাহিন মৃধা, ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব মো. কামরুল হাসান প্রমুখ। সমাবেশ ও র‌্যালিতে জেলা, উপজেলা এবং পৌরসভার শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Read Entire Article