যে কারণে এসএ টোয়েন্টিতে খেলা হচ্ছে না তাইজুলের
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এসএ টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছিলেন টেস্ট দলের নিয়মিত মুখ তাইজুল ইসলাম। নিলাম থেকে দল পেলেও শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা হচ্ছে না বাঁহাতি এই টাইগার স্পিনারের। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো এমন তথ্য প্রকাশ করে।
ক্রিকইনফোর প্রতিবেদনে দাবি করা হয়, তাইজুলের বদলি হিসেবে এসএ টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান সুপার জায়ান্টস। সম্প্রতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন উইলিয়ামসন। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে তার চাহিদা এখনও কমেনি। ডারবানের স্কোয়াডে উইলিয়ামসনের নাম অন্তর্ভুক্তিতে। তাইজুলের ভিনদেশি লিগে খেলার স্বপ্ন আপাতত অধরাই থাকছে।
গত সেপ্টেম্বরের মেগা নিলাম থেকে তাইজুলকে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ লাখ টাকা দিয়ে দলে টেনেছিল ডারবান সুপার জায়ান্টস। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলেও খুব একটা সুবিধা করতে পারেনি তাইজুল। সে জায়গায় টি-টোয়েন্টি ফরম্যাটের লিগে তাইজুলের ডাক পাওয়াটা বেশ চমকপ্রদই ছিল।
তাইজুল ছাড়াও নিলামের জন্য নাম নিবন্ধন করেছিলেন তানজিম হাসান সাকিব, শেখ মেহেদী হাসান, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, তাইজুল, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, নাহিদ রানার। একমাত্র তাইজুল ও মুস্তাফিজের নাম তোলা হয়েছিল নিলামে। যদিও বাংলাদশের বাঁহাতি পেসারকে কিনতে কেউই আগ্রহ দেখায়নি।
আগামী বছরের ২৩ জানুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছয় দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। যা হবে লিগটির চতুর্থ আসর।

5 hours ago
7








English (US) ·