যে পদ্ধতিতে ইউপি চেয়ারম্যান নির্বাচন চায় এনসিপি
                    
            
            জাতীয় ঐকমত্য কমিশনের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যদের ভোটে পরিষদের চেয়ারম্যান নির্বাচনের বিষয়ে দ্বিমত পোষণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ ছাড়া দেশে প্রাদেশিক সরকার প্রতিষ্ঠায় কমিশনের প্রস্তাবের সঙ্গে ও দ্বিমত পোষণ করেছে দলটি।
মঙ্গলবার (৬ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশন এনসিপির সঙ্গে ‘বর্ধিত আলোচনায়’ বসে। এ সময় এসব বিষয়ে আলোচনা হয় কমিশনের সঙ্গে।
আলোচনার বিরতিতে সাংবাদিকদের এসব কথা বলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যদের ভোটে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নির্বাচনের কথা বলেছে, কিন্তু এনসিপি জনগণের সরাসরি ভোটে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের বিধান করার কথা বলেছে।
জেলা পরিষদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদ বাতিলের বিপক্ষে এনসিপি মত দিয়েছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার বিষয়টিতে তারা জোর দিয়েছে বলে জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিপক্ষে এনসিপির অবস্থান জানিয়ে সারোয়ার তুষার বলেন, দলীয় প্রতীক হলে স্থানীয় পর্যায়ে অনেক সহিংসতা ও অনিয়ম সংঘটিত হয়। এই নিয়ম আওয়ামী ফ্যাসিবাদ তাদের স্বার্থে চালু করেছিল, যেটা সমাজে ভয়াবহ সাংস্কৃতিক বিপর্যয় ঘটিয়েছে। দলীয় প্রতীক না থাকলে সমাজের ভালো মানুষগুলো জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।                    
                    
        
        
 5 months ago
                        41
                        5 months ago
                        41
                    








 English (US)  ·
                        English (US)  ·